}; মালাইকা এখন অতীতের গল্প, অর্জুন জানালেন তিনি ‘একক’।

মালাইকা এখন অতীতের গল্প, অর্জুন জানালেন তিনি ‘একক’।

Gen Alpha News - Current News - Emergency News - Political news - authentic News - news 24/7 - footbal news - cricket - cinema news - viral news - trendy news

কিছুদিন ধরে গুঞ্জন উঠছে যে, বলিউড অভিনেতা অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা বিচ্ছেদের পথে রয়েছেন। বিভিন্ন সময় তাদের বিচ্ছেদের খবর শিরোনামে এসেছে। তবে এবার অর্জুন কাপুর নিজেই সেই গুজবকে সত্যি করে জানালেন, তিনি ‘সিঙ্গেল’।সম্প্রতি মুম্বাইয়ে দীপাবলির এক অনুষ্ঠানে হাজির হন অর্জুন কাপুর। সেখানে মালাইকার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি হেসে জানালেন, “এখন আমি সিঙ্গেল”।

ভারতীয় বিনোদন মাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, মালাইকা এবং অর্জুনের মধ্যে একটি বিশেষ সম্পর্ক ছিল। যদিও তারা বিচ্ছেদের পথে হাঁটছেন, তবুও নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে নীরবতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।নিজেদের সম্পর্ক নিয়ে আলোচনা না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মালাইকা আরোরা ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিংয়ের মাধ্যমে এবং সময়ের সঙ্গে তিনি হয়ে ওঠেন বলিউডের ‘ছাইয়া ছাইয়া গার্ল’। ১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে তার বিয়ে হয়। চার বছর পর তাদের ছেলে আরহানের জন্ম হয়। ২০১৬ সালে তাদের আলাদা থাকার খবর প্রকাশ পায়

২০১৬ সাল থেকেই নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। প্রথমে সম্পর্ক নিয়ে বেশ লুকোচুরি রাখেন অর্জুন-মালাইকা। কিন্তু তার পর একেবারে প্রকাশ্যে প্রেম। সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করতে থাকেন দুই তারকা। শোনা যায়, মালাইকার পাশে থাকার জন্য বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাটও কিনেছিলেন অর্জুন। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। বেশ কয়েকদিন ধরেই মালাইকা, অর্জুনের সোশাল মিডিয়ার পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দেখা যাচ্ছিল। এরইমধ্যে মালাইকার জীবনে নেমে আসে বিপর্যয়। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ৬ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেন অভিনেত্রীর বাবা। খবর পেয়েই ছুটে যান অর্জুন কাপুর। মালাইকার প্রাক্তন স্বামী আরবাজও গিয়েছিলেন বান্দ্রায়। কিন্তু সম্প্রতি ‘সিংহাম এগেইন’ সিনেমার একটি প্রচারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তাতে ‘মালাইকা’র নাম শুনেই অর্জুন কাপুর বলে ওঠেন, ‘না না! আমি এখন সিঙ্গেল। সুতরাং নিশ্চিন্তে থাকুন।” অর্জুনের এই মন্তব্যই যেন তার ও মালাইকার প্রায় ছবছরের সম্পর্ক ভাঙার জল্পনার সব উত্তর দিয়ে দিল। অবশ্য মালাইকা এই প্রসঙ্গে এখনো মুখ খোলেননি।
Gen Alpha News - Current News - Emergency News - Political news - authentic News - news 24/7 - footbal news - cricket - cinema news - viral news - trendy news

Post a Comment

Previous Post Next Post